চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক হত্যাকান্ডে সরাসরি জড়িত ২ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকান্ড সংঘটিত হয়।
গ্রেফতারকৃত হলো, রাজশাহী জেলার তানোর থানার কলমা গ্রামের মোঃ একরামুল হকের ছেলে মোঃ রকি (৩২), একই জেলার মতিহার থানার কাজলা মহল্লার মোঃ রফিকুল ইসলামের ছেলে জনি (২৪), তানোর থানার হাতিশাহিলপাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে মোঃ জুয়েল (৪০) এবং নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া আব্দুর রশিদের ছেলে মোঃ সানোয়ার হোসেন।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গদাইটোলা গ্রাম থেকে নিহত পলাশ হালদার জেলা শহরের থেকে যাত্রীসহ অটোরিকশা নিয়ে আমনুরা যায়। সেখানে তার বাবার সাথে দেখা করে দুইজন যাত্রী নিয়ে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আসার পথে নিখোঁজ হয়। পরে তাঁর কোন খোঁজ-খবর না পেয়ে পরের দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পলাশের পরিবার থানায় জিডি করে।
পরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পলাশ হালদারের মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় তথ্য উপাত্তের সহায়তা নিয়ে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া মোঃ রকি (৩২) এবং জনি (২৪) কে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যমতে, পুলিশ রাজশাহী জেলার তানোর থানার তালন্দ বাজারের একটি ওয়ার্কশপ থেকে এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকোলমোড়স্থ ভাঙ্গরির দোকান থেকে অটোরিকশার খন্ডিত অংশসমূহ উদ্ধারসহ মোঃ জুয়েল এবং মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো বলেন, মূলত অটোরিকশা ছিনতাই করার উদ্দ্যেশে পলাশের গলায় মাফলার পেঁচিয়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা করেছে।