সাভার প্রতিনিধি: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সাভারের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
শুক্রবার দুপুরে থেকে সাভারের গোলাপ গ্রাম, মিনি চিড়িয়াখানা, জাতীয় স্মৃতিসৌধ, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সহ প্রায় সকল বিনোদন কেন্দ্রে পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই।
আশুলিয়া থেকে ঘুরতে আসা বিরুলিয়া গোলাপ গ্রামে সুমাইয়া শিমু নামক এক দর্শনার্থীর সাথে কথা হয়। জানান তার আবেগ অনুভূতির কথা। গোলাপের সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে এসেছেন তিনি।
এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসা আকবর মিয়ার সাথে কথা হয়। ভালোবাসা দিবসে স্ত্রী সন্তানের আবদার পূরণ করতে মূলত এখানে আসা। দিনটি স্মরণীয় করে রাখতে দিনের পুরোটা সময় আনন্দ উপভোগ করবেন পরিবারকে নিয়ে।
উল্লেখ্য, ভালোবাসার প্রতিক লাল গোলাপ, কৃতজ্ঞতা-স্বীকৃতির প্রতিক গোলাপি আর শোকের প্রতিকী বহন করে সাদা গোলাপ। তাই তো বিশেষ কোন দিবসে ফুল দিয়ে উৎসব উদযাপন করেন গোটা জাতি।