ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার খালিশপুরের ক্রিসেন্ট জুট মিলস অফিসার্স ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার এক পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
এ টি এম আবদুল বারী ড্যানী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ এখানে উপস্থিত হয়ে অত্যন্ত ভাল লাগছে। সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অ্যালামনাই সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে। সেখানে ডিটেইলস ও এক কপি ছবি দিয়ে পাঁচ হাজার টাকা দিলেই অটোমেটিক ফর্মগুলো জমা হবে।’
তিনি আরও বলেন, ‘আগে আমরা অনেকেই ইচ্ছে থাকা শর্তেও অ্যালামনাইয়ের সদস্য হতে পারি নাই। অনেকে আবেদন করেও সদস্য হতে পারেননি। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের খুঁজে বের করছি, বিভাগে বিভাগে প্রোগ্রাম করছি। আমরা সকলকে মূল অ্যালামনাইয়ের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, যে যেখানে আছেন, আমরা সবার সাথে একটি সেতুবন্ধন করতে চাই, সবার সাথে সম্পৃক্ত হতে চাই, সবার সুখ-দুঃখের খবর রাখতে চাই, সবার পাশে থাকতে চাই।’
পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাবেক জিএস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য রশিদ আহমেদ মামুন, বায়েজীদ বোস্তামী (দপ্তর), সদস্য মো. তহা, অর্থ উপকমিটির সদস্য সচিব নাজমুস সায়াদাত প্রমুখ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ও সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনার মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ মোহাম্মাদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী এ পুনর্মিলনীতে খুলনা ও এর বিভিন্ন জেলায় বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। স্মৃতিচারণ, আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠানসহ নানান আয়োজনে মুখর ছিল এ মিলনমেলা।