ঢাকা
২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে আগুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে রামাপাল উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের শ্রফলতলা গ্রামের বাড়ীতে ভাংচুর, রামপাল উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ও পলাতক সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত বাগেরহাট পৌর পার্কের ভিত্তিপ্রস্তর ও নামফলক ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকেলে কয়েক শত ছাত্র-জনতা মিছিল করে শহরের নাগেরবাজারে দড়াটানা নদীর তীরে পৌর পার্কের ভিত্তিপ্রস্তর, নাম ফলক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে গুড়িয়ে দেয়। একই দিন মোংলায় পৌর শিশুপার্ক মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে নির্মত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা।

প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, ভেঙ্গে দেও গুড়িয়ে দেও-ফ্যাসিবাদের আস্তানা, ভারত থেকে ধরে এনে পলাতক খুনি হাসিনার ফাঁসি দিতে হবে, দিল্লী না ঢাকা- ঢাকা ঢাকা’ এমন নানা শ্লোগান দেয়।

এসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ বলেন, শেখ মুজিবের ম্যুরাল ও শেখ পরিবারের সদস্যদের নামে ভিত্তিপ্রস্তর, নামফলকগুলো ফ্যাসিবাদের প্রতীক। দেশকে সম্পূর্ণ ফ্যাসিবাদ মুক্ত করতে এগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram