মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিরামপুর পৌরশহর পরিষ্কারে ঝাড়ু হাতে রাস্তায় নামেন পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন। বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণের মধ্যদিয়ে অভিযানটি শুরু হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ ঘটিকায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যা বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যেয়ে শেষ হয়। পরবর্তীতে বিরামপুর পৌরসভার আয়োজনে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, পৌর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম ডাকুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, পৌর উপ সহকারী প্রকৌশলী(সিভিল) আবু সোয়েব সজল, পৌর উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) জুয়েল মিয়া, পৌর নক্সাকার রবিউল ইসলাম প্রমুখ।
শোভাযাত্রা ও মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন, তারুণ্যের উৎসব কার্যক্রমের আওতায় কর্মশালা, সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলমান রয়েছে। এ কর্মসূচির আওতায় স্কাউট সমাবেশসহ আবারো শহরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হবে। এই উৎসবের মাধ্যমে দেশের তরুণ সমাজকে সামাজিক উন্নয়ন, সংস্কৃতি ও খেলাধুলায় আরও সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হবে যা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।