রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া বাজালিয়ায় কর্ণেল (অব:) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ এবং ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ পাঠ করে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর কর্ণেল(অঃ) অলি আহমদ বীর বিক্রম। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ আবুল কাশেম। সভাপতিত্ব করেন কলেজে গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাকারিয়া সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতা সদস্য ডক্টর (অব:) অলি আহমদের সন্তান অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক ডীন জাহেদ হোসেন সিকদার, সদস্য সাইফুদ্দিন আহমদ চৌধুরী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামালসহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই গজবের ওছিলা এখন বাংলাদেশ স্বাধীন। তিনি আরো বলেন, এই কলেজকে রাজনীতি মুক্ত রাখতে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।