মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূইঁয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূইঁয়া মিঠু, পৌর বিএনপি সভাপতি মো.জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন সহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ ডিসপ্লে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক নৃত্য, গান ও নাটক উপভোগ করেন। পরে উক্ত ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।