গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনি বলেছেন, ‘শেখ হাসিনা পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল। এই বাহিনী দিয়ে জনগণকে জিম্মি করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। নির্বিচারে গুম, খুন, পঙ্গু করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনার নব্য রক্ষী বাহিনীর বিরুদ্ধে ছাত্র-জনতা রুখে না দাঁড়ালে আজকে অসহায় শীতার্ত মানুষের কাছে আমরা শীতবস্ত্র নিয়ে উপস্থিত হতে পারতাম না।’
টঙ্গীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্থানীয় আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার বিকেলে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সিটির সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি, আকবর হোন ফারুক, ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর প্রমুখ।
অনুষ্ঠানে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।