বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ইটবাহী ট্রলি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে জয় রাহুল (২০) নামে ট্রলির হেলপার নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মিঠাপুর ইউনিয়নের পাড়োরা চকের মাঠ এলাকার বকুলের গভীর নলকুপ সংলগ্ন পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় রাহুল বদলগাছী উপজেলার খোকশাবাড়ি গ্রামের আমিনুর ইসলামের ছেলে। তিনি ওই ট্রলি চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যালো মেশিন চালিত ট্রলি গাড়ীর হেল্পার জয় রাহুল (২০) উপজেলার ভান্ডারপুর টু মিঠাপুর গামী রোডের পাড়োরা চকের মাঠ বকুল হোসেন এর ডিপ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চলন্ত ট্রলি গাড়ী থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় স্থানীয়রা ট্রলি গাড়ি আটক করলেও ট্রলি চালক সুকৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুর্ঘনায় ট্রলি গাড়ীর হেলপার নিহতের ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলছে।