আজ রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রথমে বিমান বাহিনী প্রধান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি জানান, এই বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল, তবে বর্তমানে এর সার্বিক অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও জানান, এই রানওয়ে VVIP ফ্লাইটের বিকল্প এবং জরুরি অবতরণ কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য, যা উত্তর-পশ্চিমাঞ্চলে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার সময় ত্রাণ কার্যক্রম এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েন নিশ্চিত করতে এটি একটি কৌশলগত কেন্দ্র (Strategic Hub) হিসেবে কাজ করবে।
বিমান বাহিনী প্রধান আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যত সম্প্রসারণের ব্যাপারে চেয়ারম্যান বেবিচক এর সাথে প্রয়োজনীয় আলোচনা হয়েছে এবং বেবিচক চেয়ারম্যান একমত পোষণ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার এর মাধ্যমে রানওয়ের উন্নতি সাধন এবং অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের জন্য পরবর্তীতে রানওয়ে বর্ধিতকরণ এর ব্যাপারে বেবিচক ব্যবস্থা নিবে।
পরে তিনি বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী এবং বেবিচক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।