মাজহারুল ইসলাম রানা, নগর প্রতিনিধি চট্টগ্রাম: চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) এর মেরিনকো ও জেএমএস কারখানার শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সিইপিজেড এলাকায় গত কয়েকদিন ধরে জেএমএসের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। অন্যদিকে সকালে মেরিনকোর শ্রমিকরা দাবি আদায়ে কারখানা থেকে বেরিয়ে আসেন সে সময় তারা ঢিল ছুড়ে সংলগ্ন জেএমএস কারখানার কয়েকটি জানালার কাঁচ ভাঙলে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর দুই কারখানার শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একপর্যায়ে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে জেএমএসের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। দু’দিন বন্ধ থাকার পর বিষয়টির সুরাহা হয়। শনিবার ফের কারখানাটি চালু হয়। পুলিশ সূত্রে জানা যায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ মাঠে ছিলেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।