মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় অর্ধশতাধিক অসহায় কৃষক পরিবারের কবুলত ও ডিসিআরকৃত ভোগ-দখলীয় বোরো ধানের জমি দখলের অভিযোগে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। বুধবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার দেউল দূর্গাপুর মোড় এলাকায় ভুক্তভোগী পরিবারের লোকজন মানববন্ধনের আয়োজন করেন।
উপজেলার দূর্গাপুর গ্রামের ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হলুদঘর গ্রামের আবুল হোসেন, দেউল গ্রামের আব্দুল হান্নান, পরানপুর গ্রামের মোস্তাক আহমেদ ও কোচরা গ্রামের আব্দুস ছাত্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা ডাঃ ইকরামুল বারী টিপুর সহযোগিতায় কোচরা গ্রামের স্থানীয় বিএনপি নেতা এনামুল হকের বাহিনী আমাদের ভোগ-দখলীয় কবুলত ও ডিসিআরকৃত বোরো ফসলের জমি দখল করে নিয়েছেন। বারবার ডাঃ টিপু ও এনামুলের নিকট জমি উদ্ধারের জন্য গেলেও তারা বিষয়টি আমলে না নিয়ে হয়রানি করছেন। বিএনপি নেতারা বলছেন, আপনাদের বিষয়টি দেখছি বলে আর কোন কাজ করছেন না।
তারা আরো বলেন, ডিসিআরকৃত জমি উদ্ধারের জন্য আমরা উপজেলা প্রশাসনসহ থানায় বারবার ধর্ণা দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না। পুলিশ কয়েকবার অবৈধ দখলদারদেরকে জমি থেকে উচ্ছেদ করতে চেষ্টা করলেও কোন কাজ হয়নি। অবশেষে পুলিশ বলছে জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কি করার আছে। অসহায়ভাবে আমাদেরকে উপজেলা প্রশাসনের নিকট যাওয়ার পরামর্শ দেন তাঁরা। সেখানেও কয়েকবার ধর্ণা দিয়ে কোন কাজ হয়নি। আমরা এখন নিরুপায় হয়ে মানববন্ধনের মাধ্যমে আপনাদের শরণাপন্ন হয়েছি। জমি উদ্ধার করতে না পারলে আমরা খাওয়ার অভাবে মারা যাবো। দীর্ঘ ২৪ বছর ধরে সরকারকে কর দিয়ে জমি ভোগদখল করে আসছি। আমরা গরীব মানুষ ডিসিআরকৃত জমিতে ফসল উৎপাদন করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। এখন কতিপয় বিএনপি নেতারা গরিব মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছেন। জমি উদ্ধার করতে না পারলে আমরা গরিব মানুষ জীবন দিয়ে দিব। জমি দখলকে কেন্দ্র করে যেকোন সময় বড় খুন জখম হতে পারে। অসহায় পরিবার গুলো জমি ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
কোচরা গ্রামের বিএনপির নেতা এনামুল হক বলেন, ইকরামুল বারী টিপু একজন বড় মাপের বিএনপি নেতা। তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমার মানসম্মান ক্ষুণ্ন করার জন্য একটি মহল চক্রান্ত করে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি দখলের বিষয়ে আমার কোন কিছু জানা নেই। এনামুলকে আমি চিনি না। কে বা কারা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। আপনারা তদন্ত করে দেখেন। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।