ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:২২
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৫

গাজায় যা ঘটছে তা কোনো সংঘাত নয়, এটি একটি গণহত্যা: সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: তুরস্কে মঙ্গলবার (১৫ এপ্রিল) "ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স" আয়োজিত ১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলনে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তাঁর বক্তব্যের শিরোনাম ছিল "ডিজিটাল প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার: নীতিমালা ও চ্যালেঞ্জ”।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ কুরআনের ভারসাম্যের নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, মুসলিম উম্মাহকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে প্রজ্ঞা ও দায়িত্ববোধের সাথে অগ্রসর হতে হবে। তিনি বলেন, “প্রযুক্তি মানবতার সেবা করার জন্য, মানবতাকে বন্দি করার জন্য নয়।” তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভূত তথ্য বিভ্রান্তি, গোপনীয়তা লঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধ অনুযায়ী সত্যবাদিতা ও ন্যায়বিচারভিত্তিক একটি নৈতিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। তিনি ডিজিটাল জগতে ব্যবহারকারীদের আত্মনিয়ন্ত্রণ, তরুণ প্রজন্মের মাঝে প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা ও আলেম-নীতি-নির্ধারকদের সমন্বয়ে একটি নৈতিক গাইডলাইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন।

তাঁর বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল গাজার চলমান মানবিক বিপর্যয় নিয়ে। তিনি বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো সংঘাত নয়, এটি একটি গণহত্যা।” তিনি বিশ্বের ১.৮ বিলিয়ন মুসলমানকে কূটনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাজার জন্য মুসলিম বিশ্বে একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব দেন, যা মুসলিম দেশগুলোর অর্থনৈতিক শক্তির মাধ্যমে পরিচালিত হবে। একইসাথে তিনি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুসলিম দেশগুলোকে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে একত্রিত হওয়ার আহ্বান জানান।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী তাঁর বক্তব্য শেষ করেন গাজার মানুষের জন্য দোয়া করে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি গাজার জনগণকে রক্ষা করেন, শহীদদের কবুল করেন এবং মুসলিম উম্মাহর বিবেককে জাগ্রত করেন। তুরস্ক সরকারের সহযোগিতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ২৫টি দেশের অর্ধশতাধিক স্কলার, বুদ্ধিজীবী ও গবেষক অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram