রাজধানীর মহাখালীর একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী-বনানী সড়ক বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
রবিবার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাখালী টার্মিনালের অদূরে (টার্মিনালের বাইরে) একটি ভবনে থাকা বাস কাউন্টার দখল নিয়ে রবিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির আজাদ ও আক্তার গ্রুপে ঝামেলা হয়। এক গ্রুপ বলছে, তারা নতুন করে ভবনে থাকা বাস কাউন্টার ভাড়া নেওয়ার চুক্তি করেছেন। আরেকপক্ষ বলছেন, আগে থেকেই তাদের চুক্তি রয়েছে।
এ নিয়ে আক্তার গ্রুপের লোকজন একজন শ্রমিককে মারধর করেন। এর জেরে রাত ১০টার দিকে শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কে বাস আড়াআড়ি করে দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তেজগাঁও, গুলশানসহ আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাত ১১টায় অবরোধ সরিয়ে নেন তারা।
ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ রাত ১২টায় গণমাধ্যমকে বলেন, কাউন্টারটি কারো দখলে থাকবে না বলে জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত এটি ব্যবহার করবে পুলিশ।