পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় উপজেলার কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: বজলুর রহমান (৫৯) সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে, পাইকগাছা ডি সার্কেল (এএসপি) তত্ত্বাবধায়নে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৃত আফাজ উদ্দিন সরদারের ছেলে মো: বজলুর রহমান (৫৯), মৃত আশরাফ আলী সানার ছেলে মো: হানিফ সানা (৩৬), অধির চন্দ্র বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার বিশ্বাস, আইনো মোড়লের ছেলে মো: মালেক মোড়ল, মোকাম আলীর ছেলে পীর আলী, এনায়েত আলীর ছেলে মো: তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, গত ২৯/৮/২৪ তারিখের পাইকগাছা থানার ১৪নং মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পাইকগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইদ্রিসুর রহমান জানান, তাদেরকে থানার ১৪নং মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।