ঢাকা
১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫১
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিনের চালা উড়ে রেললাইনের উপর পড়ায় অল্পের জন্য বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। 

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আত্রাইয়ের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ ঝড়ে আত্রাই বিহারীপুর রেল গেটের দক্ষিণে একটি টিনের চালা এসে পড়ে রেললাইনের উপর। এদিকে কিছু পর ঢাকা থেকে পঞ্চগড় গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এসে পৌছলে এলাকাবাসী লাল বাতি প্রদর্শন করে ট্রেনটি থামিয়ে দেয়। 

ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন যাত্রীরা। এ ছাড়াও কালবৈশাখী এ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। রাত ১০ টা থেকে গতকাল শনিবার বেলা ১১ টা পর্যন্ত সমগ্র আত্রাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আত্রাই পল্লী বিদ্যুতের ডিজিএম কাজি আয়েশা ছিদ্দিকা সরকার বলেন,

তিনটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় তার ছিঁড়ে গেছে। এসব মেরামত করা হলে উপজেলার সব ফিডারে বিদ্যুৎ চালু করা হবে। 

এদিকে এ ঝড়ে কৃষকদের পাকা ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। বিপুল পরিমান কাঁচা আম গাছ থেকে ঝড়ে যাওয়ায় আম চাষিরা হতাশ হয়ে পড়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram