পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতাসহ ও অপর এক নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার লতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার (৫৯) কে থানার ৬ নং নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করেছে।
একই রাতে পৃথক অভিযানে সিআর ১৪৩২/২৪ নং মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি রাড়লী ইউনিয়নের মইনুদ্দিন গাজীর ছেলে মোঃ রাজ গাজীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, খুলনা পুলিশ সুপারের নির্দেশে পাইকগাছা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) এর তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৭ মে) সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।