ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অপারেশন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় তার চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
এরআগে চোখের সমস্যার কারণে গুলশানে ইউনাইটেড হাসপাতালে ফখরুলকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি ব্যাংককের ওই হাসপাতালে যান।
গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফখরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।