শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুক মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ মে) সকালে উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল আনুমানিক ৮টার দিকে ভিকটিম মাসুক মিয়ার বসতবাড়ির উত্তর পাশে ধানের জমিতে ছাগলের চারা খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এজাহারনামীয় আসামি সোহেল মিয়া (৩২) ও তার সহযোগীরা মাসুক মিয়ার ওপর হামলা চালায়। মারধরের ফলে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী মোছাঃ জামেলা আক্তার (৩৪) শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেল মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন, রাফি বেগম (২৮), মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরদিন ৮ মে রাত ৭টার দিকে সুরমাভ্যালি এলাকা থেকে প্রধান আসামি সোহেল মিয়াকেও গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অলক বিহারী গুণ জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সোহেল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নজরদারি বাড়িয়েছে।