হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি পৌরসভায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান করা হয়েছে। রাহমাতুননেসা চ্যারিটির চেয়ারম্যান, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ মে) পৌরসভার দক্ষিণ সতানন্দী গ্রামের "মায়া কানন" ভিলায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরামহীনভাবে প্রায় তিন শতাধিক চিকিৎসা প্রত্যাশী সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়া হয়। এতে চিকিৎসা সেবা দিয়েছেন ইউরোলজিষ্ট স্পেশালিষ্ট এসিস্ট্যান্ট প্রফেসর তাজকেরা সুলতানা চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবিশ্বজিৎ কুমার, ডা. আনোয়ার আহমেদ মিলন।
এতে রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাহমাতুননেসা চ্যারিটির ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি।
এছাড়া এই কার্যক্রম আওতায় দুই বছর যাবৎ প্রতি বৃহস্পতিবার সকালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার মাপা ও রক্তের গ্রুপ নির্ণয় করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান স্থানীয়া।