একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজারে মালিকবিহীন অবস্থায় শুক্রবার বাঁশতলা বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও নামক স্থান হতে ৫টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/-টাকা। তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুরে মালিকবিহীন অবস্থায় চারাগাঁও বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯৪/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইজহাটি নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ১লাখ টাকা।
এছাড়াও, সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্তে শ্বশানঘাট নামক স্থান হতে ২৩৪১ পিস ভারতীয় বিভিন্ন কসমেটিক্স আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৬৪,০০০-টাকা। যার সর্বমোট সিজার মূল্য ৯,১৪,০০০/-(নয় লক্ষ চৌদ্দ হাজার) টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু ও কসমেটিক্স শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।