আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে সিআর পরোয়ানা মূলে ১জন আসামি গ্রেফতার হয়েছে।
আটককৃত আসামির নাম সাজু ইসলাম। সে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের সবুর সরদারের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) লেলিন বিশ্বাস, এএসআই (নিঃ) শফিউর রহমান, (নিঃ) রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার কুলিয়া ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে ইং-০১/০৫/২০২৫ তারিখ রাত্র ১০টার দিকে সিআর পরোয়ানাভুক্ত আসামি সাজু ইসলামকে গ্রেফতার করেন। উক্ত আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।