ঢাকা
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৬
logo
প্রকাশিত : মে ২, ২০২৫

শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে আইইডিসিআরের প্রতিনিধি দল যশোরে

যশোর প্রতিনিধি: যশোরে এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল যশোরে অবস্থান করছে। আজ সকালে তারা শিশুটির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোল্ট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরকে অবহিত করে। গত পহেলা মে (বৃহস্পতিবার) বিকেলে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোরে পৌঁছায়।

শুক্রবার সকালে প্রতিনিধি দলটি শিশুটির শরীর থেকে রক্তসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিশুটির আশপাশের পরিবেশ এবং পোল্ট্রি খামারগুলো ঘুরে দেখে সম্ভাব্য উৎস নির্ণয়ের চেষ্টা চালান।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল আরও জানান, সংগ্রহ করা নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। বর্তমানে এটি সন্দেহের পর্যায়ে রয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram