কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ। গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কাউসার মানিক নিশ্চিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক এবং জাজিরা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের পুত্র।
পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। পরে তাকে গত বছরের ২৯ আগস্টের দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কাউসার মানিককে আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়। এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হলে পুলিশের নজরে আসার পর থেকে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ। এ নিয়ে মোট দুইজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করলো থানা পুলিশ।