কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। নারীর ব্লাউজ পরিহিত ছিলো এবং তার শরীর অক্ষত অবস্থায় রয়েছে। জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারনা।
পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।