কেরানীগঞ্জ প্রতিনিধি: যতই ষড়যন্ত্র করুক জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করেই ছাড়বো। জনগণের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি শামীম মাহমুদ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কামরাঙ্গীরচর থানা ৫৬ নং ওয়ার্ড ছাত্রদল এর কর্মীসভায় তিনি এ কথা বলেন।
কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ এর সভাপতিত্বে এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন মাসুম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকগোলাম রাব্বানী রবিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গাফফার সহ নেতাকর্মী ও অতিথিবৃন্দ।