লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত বুড়িমারী এক্সপ্রেস সরাসরি বুড়িমারী থেকে চালু না হওয়ায় রেল ও সড়ক পথ অবরোধ করেছে পাটগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদ।
আজ সোমবার (২১ এপ্রিল) ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। পাটগ্রাম রেলস্টেশনে ভোরে অবস্থান নেয় সাধারণ জনতা, ফলে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া ৪৫৬ লোকাল ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করতে পারিনি। লালমনিরহাট থেকে বুড়িমারী ও বুড়িমারী থেকে লালমনিরহাট প্রত্যেক দিন করতোয়া এক্সপ্রেস সহ ৪টি ট্রেন নিয়মিত চলাচল করে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় সকল ট্রেন চলাচল। অন্যদিকে পাটগ্রাম সরকারি কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়ক পথ অবরোধ করে সাধারণ জনতা। ফলে ভোর হতে সড়ক পথে চলাচল বন্ধ হয়ে যায়।
পাটগ্রাম সংগ্রাম পরিষদের আহবায়ক এ টি জে সিদ্দিকী কাকন জানান, আর কোন আশ্বাসে তারা অবরোধ তুলে নিবে না, যতক্ষণ পর্যন্ত বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি পাটগ্রাম বুড়িমারী রেলস্টেশনে এসে না দাঁড়াবে।
এর আগে গত মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ১১ টায় পাটগ্রাম রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত অবরোধ কর্মসূচি ঘোষণা দেন উন্নয়ন সংগ্রাম পরিষদ পাটগ্রাম লালমনিরহাট এর আহবায়ক এ টি জে সিদ্দিকী কাকন।
উল্লেখ্য যে, গত ১৩ ই মার্চ পাটগ্রামে রেলপথ অবরোধ করলে আন্দোলনের চাপে লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফাকরুল ইসলাম মানিক ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেয়ার আহ্বান করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। কিন্তু ১৫ এপ্রিল ট্রেন চালু না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৯ এপ্রিল পর্যন্ত সময় দেন রেলওয়ে কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ের মাধ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় আজ থেকে লাগাতার রেল ও সড়ক অবরোধের ডাক দেন।
অবরোধ সমর্থন জানিয়ে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেলের নেতৃত্বে বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিকার রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর শামীম, যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান মামুন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহিম, সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজসহ প্রমুখ।