জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদী অতিক্রম করে মায়ানমারে যাওয়া ৪ রোহিঙ্গাকে জিম্মি করেছে আরাকান আর্মি। মূলত মাদকের চালান আনতে গিয়ে এ ৪ রোহিঙ্গা আরাকান আর্মির হাতে জিন্মি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। যদিও ইতোমধ্যে ৪ রোহিঙ্গা মাছ ধরতে গিয়ে নাফনদী থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে প্রচার চালাচ্ছে রোহিঙ্গাদের স্বজনরা। বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চরে এ ৪ রোহিঙ্গাকে জিন্মি করা হয়েছে।
এই ৪ জন হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, নাফনদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় এটা সত্য। তবে বৃহস্পতিবার যে ৪ জন রোহিঙ্গার কথা বলা হচ্ছে তারা জেলে না। মূলত মাদক (ইয়াবা) আনতে মায়ানমারে আসা-যাওয়া করে। যে লালদিয়ার কথা বলা হচ্ছে ওটা মায়ানমারের অংশ। ওখানে জেলেরা মাছ ধরতে যায় না। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ৪ রোহিঙ্গা মাদক আনতে গিয়ে জিন্মি হয়েছেন। এখন কৌশলগত কারণে মিথ্যা বলছে। তিনি বলেন, রোহিঙ্গারা তো ক্যাম্প থেকে বের হওয়ার অনুমতি নেই। এরা মাছ ধরতে যাবে কেন?
তবে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ নুর বলেন, নাফনদীতে মাছ ধরতে গিয়ে ৪ জনকে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদীতে মাছ শিকারের সময় চার রোহিঙ্গাকে ধরে নিয়ে গেছে বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। রোহিঙ্গারা মাছ ধরতে নাকি ভিন্ন কারণে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।