বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সাংবাদিক নিশাতুর রহমানের বিরুদ্ধে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক গ্রামবাসী।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয় দৈনিক খোলা কাগজ-এ নিয়োগ পাওয়া নিশাতুর রহমান পত্রিকার পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নিজস্ব জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি কিশোর গ্যাংয়ের সদস্য বানিয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং মিথ্যা মামলা দায়ের করেছেন।
এ ছাড়া, সাংবাদিকতার প্রভাব খাটিয়ে সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত তার মামা সামাদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন ভিতরভাগ গ্রামের মিকরাইল, নজরুল ইসলাম, দুলাল, আনোয়ার, কাজিম, মিলন, উৎস, মান্নাফসহ আরও অনেকে। তারা অবিলম্বে প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে নিশাতুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ চলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।