শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার সম্মিলিত কলেজ ছাত্রদলের আয়োজনে শিবচর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি বরহামগঞ্জ কলেজ শাখার সভাপতি যুগ্ম আহবায়ক হিমেল মাদবর, শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ।
এসময় বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন।
এ সময় তারা আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে যেন এ রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তরা।
এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাইম গোমস্তা, মতিউর রহমানসহ উপজেলা, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।