অতুল পাল, বাউফল( পটুয়াখালী) প্রতিনিধি: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার বেলা ১১টার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ বলেন, ফ্যাসিবাদ পতনের পর স্বাধীন সোনার বাংলায় এমন নির্মম হত্যাকান্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা পারভেজকে হত্যা করেছে তারাও একটি দলের অনুসারী। যে কারণে ওই নেতারা পারভেজের খুনিদের পক্ষে কাজ করছেন।
মানববন্ধনে উপজেলা, পৌর ও বাউফল সরকারি কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল শনিবার বিকেলে ঢাকায় ওই বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জাহিদুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।