আর কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় অসদুপায় অবলম্বনের দায়ে ইউএনও কর্তৃক একজন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। বৃহস্পতিবার সখিপর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান পরিদর্শন করার সময় একজন ছাত্রকে মোবাইল ফোনের মাধ্যমে নকল করার সময় হাতেনাতে আটক করেন।
অভিযুক্ত ছাত্রের নাম মহিউদ্দিন হোসাইন। সে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন আনয়ন ও অসদুপায় অবলম্বন করায় তাকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তাকে বহিস্কার করেন।