রাজবাড়ী প্রতিনিধি: বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্বির লক্ষে অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( ১ম পর্যায়) এর আওতায় জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা শুক্রবার রাজবাড়ী পালকী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মৎস্যজীবি,খামারী,হ্যচারি মালিক ও মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
জেলা মৎস্য দপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড,মো: আবদুর রউফ।বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এস এম রেজাউল করিম,মো,মশিউর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মো, নাজমুল হুদা।