চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে শিশু হত্যা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলার থানা মোড় আমতলা পয়েন্টে চাটমোহরের সর্বস্তরের জনতার অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সুজন চাটমোহর শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন স্বপন, চাটমোহর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বুড়ি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, স্বেচ্ছাসেসক দলের সদস্য সচিব এসকে জামান লেবু, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল, শিক্ষক মোঃ শহীদ হোসেন, রোকসানা পারভী, আলমগীর মোহাম্মদ, চাটমোহর বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুজন, আলেম সমাজের পক্ষে হাফেজ পারভেজ হোসাইন, পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মন্জুরুল হক, পাবনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ প্রমুখ।
বক্তারা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গাড়ফা উত্তরপাড়ার মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহিদুল ইসলামের সাত বছরের মেয়ে জুই খাতুন কে পাষন্ড ধর্ষকেরা চাটমোহর উপজেলার হরিপুর রামপুর গজারগাড়ি বিলে ভুট্টা ক্ষেতে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা ও মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় অপরাধীদের আটকপূর্বক দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।