ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৫

মার্চে বাংলাদেশের পিএমআই’র সম্প্রসারণ হার ৬১.৭

মার্চ মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর ৬১.৭তে দাঁড়িয়েছে। যা ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৯ পয়েন্ট কম।

সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই) , ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) সফলভাবে বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স অথবা পিএমআই’র মার্চ মাসের রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্টে বলা হয়েছে, মার্চ মাসের পিএমআই সূচকটি আগের মাসের তুলনায় ২.৯ পয়েন্ট কমে ধীরগতির সম্প্রসারণহার ৬১.৭-এ দাঁড়িয়েছে। এই হ্রাসের পেছনে মূলত কৃষি, উৎপাদন ও নির্মাণখাতের ধীর সম্প্রসারণ হার দায়ী, যদিও সেবাখাতে দ্রুততর সম্প্রসারণ লক্ষ্য করা গেছে বলে রিপোর্টে বলা হয়েছে।

কৃষিখাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রেখেছে, তবে তা গতির দিক থেকে ধীর ছিল। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচকটি সংকোচনের দিকে ফিরে গেছে এবং কর্মসংস্থান সূচকটি দ্রুততর সংকোচন হয়েছে।

উৎপাদন খাত টানা সাত মাস ধরে ধীর গতির সম্প্রসারণের মধ্যে রয়েছে। বেশিরভাগ সূচক সম্প্রসারণ নির্দেশ করলেও অর্ডার ব্যাকলগ সূচকটির ধীর গতির সংকোচন হয়েছে।

নির্মাণ খাত টানা চারমাস ধরে সম্প্রসারণ করছে, তবে তা গতিমান নয়। নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকগুলো ধীর সম্প্রসারণ হয়েছে, কিন্তু কর্মসংস্থান সূচকটি দ্রুততর সম্প্রসারণ হয়েছে। নির্মাণ কার্যক্রম সূচকটি সংকোচনে ফিরে গেছে এবং অর্ডার ব্যাকলগ সূচকটি ধীর সংকোচন হয়েছে।

সেবা খাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণে রয়েছে এবং মার্চ মাসে এটির দ্রুততর সম্প্রসারণ হয়েছে। ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান সূচকগুলোতে দ্রুত সম্প্রসারণ দেখা গেছে, তবে নতুন ব্যবসা ও ইনপুট খরচ সূচকগুলোতে ধীর সম্প্রসারণ হয়েছে। অর্ডার ব্যাকলগ সূচকটির দ্রুততর সংকোচন হয়েছে।

ভবিষ্যৎ ব্যবসাসূচকের দিক থেকে কৃষি ও নির্মাণখাত দ্রুততর সম্প্রসারণ হয়েছে, যেখানে উৎপাদন খাতের সূচক ধীর সম্প্রসারণে ছিল। সেবাখাতের সূচকটি ১৫ মাসের পর প্রথমবারের মতো সংকোচনে ফিরেছে।

সর্বশেষ পিএমআই সূচকগুলো মার্চ মাসেদেশের অর্থনীতির ধীর সম্প্রসারণ নির্দেশ করে। শুধুমাত্র সেবাখাত ঈদ উৎসবের কারণে দ্রুততর সম্প্রসারণ হয়েছে, যা সাধারণত খুচরা উপখাতের জন্য ব্যবসার সর্বোচ্চ সময়। তবে, ভবিষ্যৎ ব্যবসা সূচকটি ১৫ মাসের সম্প্রসারণের পর প্রথমবারের মতো সংকোচন হয়েছে।

উল্লেখ্য, পিএমআই একটি অগ্রণী উদ্যোগ, যা দেশের অর্থনৈতিক অবস্থার সঠিক ও সময়োচিত বিশ্লেষণ প্রদান করে। যাতে ব্যবসা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে।

এটি এমসিসিআই এবং পিইবি-এর যৌথ উদ্যোগ, যেখানে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) কারিগরি সহায়তা দিয়ে থাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram