ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৮
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৫

সমন্বয়ক হান্নান মাসুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া শাখা।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় হাতিয়া শহর ধানসিঁড়ি রিসোর্টে এনসিপি আয়োজিত এক প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, গতকাল ইফতার পরবর্তী উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি পথসভা করেন। উক্ত পথসভায় জুলাই আর্কাইভ ভিডিও দেখানো হয়। হান্নান মাসুদ পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির শতাধিক নেতাকর্মী দা-রামদা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের পথসভার দিকে একটি মিছিল নিয়ে আসে। সন্ত্রাসীদের প্রায় সবাই বিএনপির রানিং কমিটির নেতাকর্মী। ৩/৪ জন বহিষ্কৃত সদস্য ছিল। সুতরাং বহিষ্কৃত নেতাকর্মী বলে বিএনপি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকান্ডের দায় এড়াতে পারে না। আমরা বিএনপির এই বহিষ্কার, বহিষ্কার নাটক করে দায়সারা কর্মকাণ্ড আর দেখতে চাই না।

হাফিজুর রহমান আরো উল্লেখ করেন, ৫ই আগস্টের পর বিএনপির হাইকমান্ড হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার করে ৩ মাস পর আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্যপদ ফিরিয়ে দেয়। সুতরাং আমরা এসব আইওয়াশ সাংগঠনিক বিচার দেখতে চাই না।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, জাহাজমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ নকিব উদ্দিন, পল্টন থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল ও হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল নিশান এই ন্যাক্কারজনক হামলার নেতৃত্ব দেন বলে প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন। সন্ত্রাসী এ হামলায় এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে এবং ১৫জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও উল্লেখ করেন। এমন সন্ত্রাসী কান্ড ঘটিয়ে নির্বাচনের দাবি আদায় করা যাবে না বলে উল্লেখ করে হাফিজুর রহমান। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদ জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

তিনি বলেন, এ হামলার সাথে যুক্ত সকল বিএনপির সন্ত্রাসী ক্যাডারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সকল প্রমাণ ও সিসিটিভি ফুটেজ রয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এসময় জাতীয় নাগরিক পার্টির সদস্য মোঃ ইউসুফ, তৌহিদুর রহমান, মোঃ ইসমাইল এবং হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram