ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ১১ বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত ধর্ষণ চেষ্টাকারী রফিকুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে বুধবার (১২ মার্চ) বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজ পাড়া গ্রামে ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত রফিকুল ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটির বাবা-মা শিশুটিকে বাড়িতে একা রেখে দিনমুজুরের কাজে যান। প্রতিবেশী রফিকুলের বাড়িতেও কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ডেকে নিয়ে নিজ বাড়ির শয়ন ঘরে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটির মা ওই সময়ে বাড়িতে ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রফিকুলের বাড়িতে শিশুটিকে খুঁজে পায়। পরে শিশুটির কাছ থেকে ঘটনা জেনে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে থানা পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।