শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা): পাইকগাছার দ: সলুয়ায় ঈদগাহ নির্মাণ কাজে বাঁধা, নীরিহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও আ’ লীগ নেতা সাঈদ মোড়লকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
এলাকাবাসী শুক্রবার (৭ মার্চ) বিকেলে সংশ্লিষ্ট ঈদগাহ নির্মাণস্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়ায় একটি ঈদগাহ নির্মাণের ঘটনায় স্থানীয় কথিত আ’ লীগ নেতা সাঈদ মোড়লের সাথে এলাকাবাসীর বিরোধ তৈরি হয়। দ: সলুয়া বায়তুন নুর জামে মসজিদের আওতায় কিরাতুল কুরআন মাদরাসার অনুকূলে রামচন্দ্র নগর মৌজায় ৩৯৭ খতিয়ানের ১৯৪ দাগে .০৪ একর জমি খরিদ করে এর সাথে লাগোয়া .১৭ একর সরকারি খাস জমির উপর ঈদগাহ নির্মাণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী স্থানীয়রা সেখানে মাটি ভরাটের কাজ শুরু করলে এতে বাঁধ সাধে চিহ্নিত সাঈদ মোড়ল।
যদিও এলাকাবাসীর দাবি, ঐ খাস জমিতে সাঈদের কোন বৈধ অধিকার নাই। মূলত অবৈধ ক্ষমতা বলে তিনি দীর্ঘদিন ধরে ঐ খাস জমি দখলে রেখেছিলেন। উপরন্তু সাঈদ মোড়ল মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ নীরিহ গ্রামবাসীর নামে থানায় হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন।
তার দায়ের করা মামলায় পুলিশ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলামকে আটক করে। মূলত: এরপরেই ফুঁসে ওঠে এলাকাবাসী। যার ধারাহিকতায় তারা শুক্রবার সকালে থানার সামনে সমবেত হয়ে এর প্রতিবাদ জানান।
এদিকে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমিন উদ্দিন সরদার, আব্দুর রশীদ গাজী, মসজিদের ইমাম আব্দুর রহমান, শাহিনুর, আব্দুল জব্বার, আলমগীর কবির, রাজু শেখ, সেলিম সরদার, নাঈম, আনারুল গাজী, সাইফুল্লাহ সানা, খায়রুল ইসলাম, সুখজান বেগম, শাহনাজ পারভিন, ঝর্ণা, হাসিনা, বিউটি, মমতাজ, সিদ্দিক গাজী, হাফিজুর মোড়ল, ফারজানা, শিরিনা, ফকির মোড়ল, হাসিনা আক্তার, রাণী, সবুরা বেগম ও নাসিমা বেগমসহ শত শত নারী পুরুষ।
মানববন্ধন কর্মসূচির খবরে পাইকগাছা থানার (ওসি) সবজেল হোসেন সরেজমিন গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীদের আশ্বস্ত করেন।