মোঃ আলমগীর মিয়া, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: "অধিকার, সমতা, ক্ষমতায়ন -নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্যের আলোকে শনিবার সকালে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে রালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।
এছাড়া দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ বিউটি আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল আমিন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ইফরান খান, রাহেলা বেগম প্রমুখ।