সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
শনিবার (০৮ মার্চ) দুপুরে উপজেলার বাস টার্মিনাল এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা প্রাথমিক অর্থ সহায়তা দিয়েছি তা খুবই অপ্রতুল।তাদের এককালীন সহায়তা প্রদানের বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।’
শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আকস্মিক আগুনে ১২টি দোকানের ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সহায়তা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে বোয়ালখালী নতুন বাজার ও লারমা স্কোয়ার বাজারে পানির রিজার্ভার নির্মার্ণের দাবী জানালে জেলা প্রশাসক গুরুত্ব ও চাহিদা বিবেচনায় পানির রিজার্ভার নির্মানের আশ্বাস দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অখিল শিকারী উপস্থিত ছিলেন।
পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের প্রতি পরিবারকে নগত ৫ হাজার টাকা শুকনা খাবার সহায়তা বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ দিকে ক্ষতিগ্রস্থদের দাবী গেল মধ্যরাতে আকস্মিক আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। উপার্জনের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে। সরকারী প্রণোদনা ছাড়া কোন ভাবেই নতুন করে ব্যবস্যা শুরু করা সম্ভব না।