ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমিতির ঘোষিত কর্মসূচির অনুযায়ী মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ৩৫/৪০ বৎসর যাবৎ অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। দেশের রাস্তাঘাট, ঘরবাড়ী সহ সকল অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগন বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করি যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিত। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন দেশের ইটভাটা সমূহ মাত্র ৫-১০% বায়ু দূষন করছে। পূর্বে ইটভাটার দূষনমাত্রা ছিল ৫৮%। এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রোজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা। এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিক মোঃ ফারুক হোসেন ধলা,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মো: মোক্তার হোসেন,সদস্য সুলতান মাহমুদসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ৪০টি ইটভাটার সহস্রাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
পরে সাত দফা দাবী নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।