চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৬ সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাই গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত কাজ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।
৮ সদস্যের তদন্ত দলে ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর ও গুম কমিশনের সদস্য।
২০১৬ সালে গুমের শিকার মিজানুর রহমান ও রেজাউল করিমের পরিবার এবং স্থানীয়রা জানায়, বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের যোগসাজশে দুই ভাইকে গুম করে পুলিশ। এরপর দফায় দফায় অভিযোগ ও যোগাযোগ করেও কোন সন্ধান পাওয়া যায়নি তাদের। আ.লীগ সরকারের পতন হলে দুই ভাই গুমের বিষয়ে মামলা ও গুম কমিশনে অভিযোগ দিলে তারা তদন্ত শুরু করেছে। গুমের ন্যায়বিচার দাবি করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
পরে আলোচিত জঙ্গি অভিযান ইগল হান্টের ঘটনাস্থল পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।