টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক (দুলু) এবং পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মিঠু মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তাদের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমদাদুল হক (দুলু) গওহরডাঙ্গা গ্রামের রায়হান উদ্দিন খানের ছেলে এবং মিঠু মোল্লা একই গ্রামের ইসহাক মোল্লার ছেলে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনই টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার আসামি।আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।