শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে এই জয় টানা দুই শিরোপা এনে দিয়েছে তামিম ইকবালের বরিশালকে।
ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে দলের জয়ে অবদান রাখা বরিশাল অধিনায়ক তামিম ম্যাচসেরা হয়েছে। আর পুরো আসরে ব্যাট ও বলে দারুণ করে টুর্নামেন্টসেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
তামিম ফাইনালে ২৯ বলে করেন ৫৪ রান। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তামিম ইকবাল।
খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন নিজেকে ওপেনিং পজিশনে এনে। ব্যাটে-বলে তো বটেই, দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে।
খুলনার হয়ে আসরে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান। ২৭ এর বেশি গড়ে খেলেছেন। পেয়েছেন ২ ফিফটিও। ক্যাচ নিয়েছেন ৮টি। বল হাতেও কম করেননি। ১৪ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট। সেটাও ৭.৭১ ইকোনমি রেটে বোলিং করে। ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য তাই তাকেই বেছে নেওয়া হয়েছে।