বড়লেখা প্রতিনিধি: বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা ও বিয়ানীবাজার সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে দিবা ও রাত্রিকালিন টহল জোরদার করেছে বিজিবি। শনিবার সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে বিজিবিকে সতর্ক অবস্থায় টহল দিতে ও বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি করতে দেখা গেছে।
গত দুইদিনে বিএসএফের পুশইনকৃত অর্ধশতাধিক বাংলাদেশি নাগরিককে স্থানীয় জনসাধারণের সহযোগিতা বিজিবি সীমান্ত এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জুড়ী উপজেলার রাজকী বিওপি থেকে বড়লেখা উপজেলার সীমান্ত হয়ে বিয়ানীবাজারের গজুকাটা বিওপি পর্যন্ত এর বিস্তৃতি। সীমান্তের অনেক জায়গায় নেই তারকাটা বেড়া। গহীন অরণ্যের মধ্যের সীমান্ত দিয়ে বিজিবির টহল টিমের চোঁখ ফাঁকি দিয়ে গত কয়েক দিন ধরে বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পুশইন করছে। সীমান্তবাসিদের দেওয়া তথ্য অনুযায়ি গত দুইদিনে শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ি সীমান্তের ওপারে আরো কয়েক হাজার অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করার প্রস্তুতিতে রয়েছে বিএসএফ। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি শুক্রবার সকাল থেকে সতর্ক অবস্থায় দিবা ও রাত্রিকালিন টহল জোরদার করেছে।
সরেজমিনে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর, কুমারশাইল, নিউ পাল্লাথল, বোবারথল, বিয়ানীবাজারের শেওলা, গজুকাটা, জুড়ী উপজেলার ফুলতলা, রাজকী সীমান্তে বিজিবি সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সীমান্ত এলাকার রাস্তাঘাটে চলাচলকারি যানবাহন তল্লাশি করতেও দেখা যায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, টহল জোরদারের পর থেকে বিএসএফের পুশইনের কোনো খবর পাওয়া যায়নি। পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে খুবই সতর্ক অবস্থায় টহল দিচ্ছে। টহল জোরদার ও যানবাহন তল্লাশি অভিযানের কারণে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তার (ব্যাটালিয়ন অধিনায়ক) আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে পুশইনের কোনো ঘটনা ঘটেনি।