ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। এপ্রিলের মাঝামাঝি সময়ে সফরসূচিও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু আজ শুক্রবার (০২ মে) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলিদের বাংলাদেশ সফর করার সম্ভাবনা ক্ষীণ। প্রতিবেদনে বলা হয় ‘চলমান পরিস্থিতির কারণে এই সফর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
প্রতিবেদনের বিষয়টি প্রসঙ্গে যোগাযোগ করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। মুঠোফোনে তিনি বলেন, ‘‘সফর যেভাবে হওয়ার কথা আছে সেভাবেই হবে। দুই বোর্ড মিলেই চূড়ান্ত করেছে সুচি। এখানে আর আলোচনার কিছু নেই।’’
এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে ভারত।
ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানে প্রথম দুই ম্যাচে লড়াই করবে বাংলাদেশ-ভারত। তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্রগ্রামে, একই ভ্যান্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যচটি শুরু হবে ২৬ আগস্ট। মিরপুরে, বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।