ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

আল্লাহপাক হাসিনাকে পালিয়ে যাওয়াদের রোল মডেল বানিয়েছে: রফিকুল ইসলাম মাদানী

যশোর প্রতিনিধি: মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, মোদীকে খুশি করতে শেখ হাসিনা আলেমদের উপর জুলুম করেছে। শেষ পর্যন্ত মোদী হাসিনাকে টিকিয়ে রাখতে পারেনি। কারণ মুসলিমরা জেগে উঠলে পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই। শুধু জালেম হাসিনা যায় নাই। আল্লাহপাক হাসিনাকে পালিয়ে যাওয়াদের রোল মডেল বানিয়েছে।

বৃহস্পতিবার রাতে যশোর শহরতলীর পুলেরহাটে আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে এ কথা বলেন। আদ দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিপীড়নকারী কর্মীদের রেখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের লোকজন কিভাবে থাকে প্রশ্ন তুলে তিনি বলেন, আল্লাহ পাক এদের কানের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। এরা শেখ হাসিনার আমলের নির্যাতন দেখেও দেখবে না। কারণ তাদের নেত্রী যেমন নির্লজ্জ, বেহায়া, কর্মীরাও নির্লজ্জ, বেহায়া।

তিনি বলেন, শেখ হাসিনা তাহাজ্জুদ আর কোরআন তেলওয়াতের বয়ান শুনিয়ে এমন কোন অপরাধ নেই যা তিনি করেননি। এ জাতি অন্তর থেকে চেয়েছে, তাই আল্লাহ পাক আমাদের শেখ হাসিনার জুলুম থেকে বাঁচিয়েছেন। আমাদের এখন আর একটি পরিবর্তন দরকার, আমাদের মূল বিজয় সেটা। আমাদের প্রিয় নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে তার শাস্তি হতে হবে মৃত্যুদন্ড।

মাহফিলে তিনি আরো বলেন, আর কোন তন্ত্র মন্ত্র নয়, তন্ত্র মন্ত্র দেখা শেষ, বাংলাদেশ হবে কোরআন সুন্নাহ’র বাংলাদেশ। হয়ত আমরা শাহাদৎ বরণ করবো, নয়তো এ ভূখন্ডে শরিয়াহ প্রতিষ্ঠা করবো। কালেমার পতাকা দেখলে যেগুলোর জ্বলে সেগুলোকে সাবধান করে দিতে চাই; এ ভূখন্ডে লা ইলাহা ইল্লালাহ’র পতাকা উড়বেই। আজ হোক কাল একদিন উড়বেই।

তিনি বলেন, রসুলের ঘোষণা এ ভূখন্ডে হিন্দুত্ববাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে মুসলমানদের গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। ইনশাল্লাহ দিল্লির লালবাগ কেল্লায় কলেমার পতাকা উড়বে। ফলে এ তরুণরা তৈরি হও, ডাক আসবে শাহাদতের ডাক আসবে।

মাদানী বলেন, যারা ২০১৩ সালে রসুলের সম্মান রক্ষার্থে লেখালেখি করেছিলো তাদের জেলে রেখে জুলুম করা হয়েছে। র’য়ের প্রেসক্রিপশনে ট্যাগ দিয়ে তাদের জঙ্গি বানানো হয়েছে। এক একজন ফাঁসির রায় নিয়ে দিন পার করছে। তারা এখনও মুক্তি পায়নি। আমরা কি তাদের ভুলে যাবো? আমরা আমাদের ভাইদের মুক্তি চাই। তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক। তাদের মুক্তি ছাড়া আমাদের সকল আলোচনা মূল্যহীন।

দ্বিতীয় দিনের মাহফিলে আরো বক্তব্য রাখেন মফিতি আমির হামজা। শুক্রবার মাহফিলের শেষ দিনে আলোচনায় অংশ নেবেন দেশবরণ্য আলেম ড. মিজানুর রহমান আজাহারি ও শায়খ আহমাদুল্লাহ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram