চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ অভিযানে তিনটি ইট ভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
জানা গেছে, সম্প্রতি আবাদী জমির টপ সয়েল পুড়ছে ইট ভাটা শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরই প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অবৈধ ইট ভাটায় অভিযান চালায়। রোববার বিকেলে উপজেলায় অবস্থিত ৩টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে কিষাবাতবানু বালাবাড়িহাট এলাকায় অবস্থিত ডব্লিউবিসি ব্রিকস নামক ইটভাটাকে এক লক্ষ টাকা, শামসপাড়া এলাকায় অবস্থিত এসএন ব্রিকসকে এক লক্ষ টাকা এবং মাচাবান্দা এলাকায় অবস্থিত এসটি ব্রিকস নামক ইটভাটাকে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।