তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছে নগদ ১লাখ ১১ হাজার ৮৭ টাকা পাওয়া যায়।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চিনাকান্দি বিওপির রাজাপাড়া এলাকায় বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবি জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামক এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১লাখ ১১হাজার ৮৭ টাকাসহ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাসেল মিয়া (২৪) ও মোহাম্মদ মোবারক হোসেন (২৫) কে আটক করে।
আটক রাসেল মিয়া উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোবা গ্রামের মোহাম্মদ কাদির মিয়ার ছেলে ও মোবারক ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত ব্যক্তিদ্বয়কে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রয়েছে, কোনো অনিয়ম সহ্য করা হবে না।