ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

বড়দিনে মুক্তিপ্রাপ্ত বক্স অফিস কাঁপানো পাঁচ সিনেমা

খ্রিষ্টধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বছরজুড়েই বলিউডের সিনেমা মুক্তি পেয়ে থাকে। কিন্তু বড় দিন উপলক্ষে প্রতি বছর সিনেমা মুক্তি দেওয়া হয়। এ উৎসব উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে। এমন পাঁচটি বলিউড সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

দঙ্গল
আমির খান অভিনীত ও বহুল আলোচিত বলিউড সিনেমা ‘দঙ্গল’। ক্রিসমাস উপলক্ষে ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ভারতের ৪ হাজার ৩০০ ও ভারতের বাইরের বিভিন্ন দেশে প্রায় ১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী নিয়ে এটি নির্মাণ করেন নীতেশ তিওয়ারি। এটি নির্মাণে ব্যয় হয় ৭০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৯৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৬২ কোটি টাকার বেশি)।

থ্রি ইডিয়টস
রাজকুমার হিরানির অন্যতম সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। ক্রিসমাস উপলক্ষে ২০০৯ সালের ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। কেবল ব্যবসাসফলই হয়নি, পরিণত হয়েছিল ভারতের তরুণদের অন্যতম পছন্দের চলচ্চিত্রে। মুক্তির ১৫ বছর পরও ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। সিনেমাটির অন্যতম চরিত্রে অভিনয় করেন আমির খান। ৫৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৪৪ কোটি টাকার বেশি)।

পিকে
রাজকুমার হিরানি নির্মিত আলোচিত-সমালোচিত সিনেমা ‘পিকে’। ভিনগ্রহের এক এলিয়েনকে আশ্রয় করে ধর্মকে ব্যবহার করে স্বার্থোদ্ধারে ব্যস্ত ভণ্ডদের মুখোশ খুলে দেওয়ার গল্প বলেছেন এই নির্মাতা। যার ফলে হিন্দু বিশ্ব পরিষদ ও বজরং দল সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল। এলিয়েন চরিত্র রূপায়ন করেন আমির খান। ক্রিসমাস উপলক্ষে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সিনেমাটি দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়ায়, তেমনি বক্স অফিসও দাপিয়ে বেড়ায়। ১২২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৭৯২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১১০ কোটি টাকার বেশি)।

গজনি
বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট আমির খান। তার অভিনীত আরেকটি ব্যবসাসফল সিনেমা ‘গজনি’। ক্রিসমাস উপলক্ষে ২০০৮ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পায় বলিউডের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ঘরানার এই সিনেমা। এ আর মুরুগাদোস পরিচালিত বলিউডের ইতিহাসে এটি প্রথম সিনেমা, যেটি ভারত থেকে একশ কোটি রুপি আয় করেছিল। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬৯ কোটি টাকার বেশি)।

ধুম থ্রি
বিজয় কৃষ্ণা আচার্য পরিচালিত সিনেমা ‘ধুম থ্রি’। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান। এছাড়াও অভিনয় করেন— অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া প্রমুখ। ক্রিসমাস সামনে রেখে ২০১৩ সালের ২০ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৫৫৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৮২ কোটি টাকার বেশি)।

তথ্যসূত্র: সিয়াসাত, স্যাকনিল্ক

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram